☞ ৭ জন মুক্তিযোদ্ধাকে বীরশ্রেষ্ঠ ঘোষণা করা হয় – ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর।
☞ বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হোন – মুন্সী আব্দুর রউফ।
☞ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের জন্ম – ফরিদপুরে (১৯৪৩ সালে)।
☞ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কর্মরত ছিলেন – ই.পি. আর- এ (ল্যান্স নায়েক পদে)।
☞ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ যুদ্ধ করেছেন – ১ নং সেক্টরে।

☞ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ শহীদ হোন – ৮ এপ্রিল, ১৯৭১।
☞ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধি – রাঙামাটি জেলার নানিয়ার চরে।
☞ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামালের জন্ম – ভোলা জেলায়।
Bcs preliminary preparation
☞ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল কর্মরত ছিলেন – সেনাবাহিনীতে (সিপাহী পদে)।
☞ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল যুদ্ধ করেছেন – ২ নং সেক্টরে।
☞ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল শহীদ হোন – ১৮ এপ্রিল, ১৯৭১।
☞ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামালের সমাধি – ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়া গ্রামে।
☞ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্ম – নড়াইলে (১৯৩৬ সালে)।
☞ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কর্মরত ছিলেন – ই.পি.আর – এ (ল্যান্সনায়ক পদে)।
☞ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ যুদ্ধ করেছেন – ৮ নং সেক্টরে।
☞ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ শহীদ হোন – ৫ সেপ্টেম্বর, ১৯৭১।
☞ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধি – যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে।
☞ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্ম – ঢাকা জেলায় (১৯৪১ সালে)।
☞ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কর্মরত ছিলেন – বিমানবাহিনীতে (ফ্লাইট লেফটেন্যান্ট পদে)।
☞ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান শহীদ হোন – ২০ আগস্ট, ১৯৭১।
☞ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের সমাধিস্থল ছিল – পাকিস্তানের করাচির মৌরিপুর মাশরুর ঘাঁটিতে।
☞ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে এনে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে পুনরায় দাফন করা হয় – ২০০৬ সালে।
☞ বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্তদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন – সিপাহী হামিদুর রহমান।
☞ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের জন্ম – ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোরদা খালিশপুর গ্রামে (১৯৫৩ সালে)।
☞ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান কর্মরত ছিলেন – সেনাবাহিনীতে (সিপাহী পদে)।
☞ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান যুদ্ধ করেছেন – ৪ নং সেক্টরে।
☞ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান শহীদ হোন – ২৮ অক্টোবর, ১৯৭১।
☞ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের সমাধিস্থল ছিল – ভারতের ত্রিপুরা রাজ্যের হাতিমেতছড়া গ্রামে।
☞ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের দেহাবশেষ ভারত থেকে এনে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে পুনরায় দাফন করা হয় – ২০০৭ সালে।
☞ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জন্ম – নোয়াখালিতে (১৯৩৫ সালে)।
☞ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কর্মরত ছিলেন – নৌবাহিনীতে (স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার পদে)।
☞ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন যুদ্ধ করেছেন – ২ নং ও ১০ নং সেক্টরে।
☞ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন শহীদ হোন – ১০ ডিসেম্বর, ১৯৭১।
☞ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধি – খুলনার রূপসা উপজেলার বাগমারা গ্রামে (রূপসা নদীর তীরে)।
☞ বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ শহীদ হোন – ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।
☞ বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম – বরিশালে।
☞ বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কর্মরত ছিলেন – সেনাবাহিনীতে (ক্যাপ্টেন পদে)।
☞ বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর যুদ্ধ করেছেন – ৭ নং সেক্টরে।
☞ বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর শহীদ হোন – ১৪ ডিসেম্বর, ১৯৭১।
☞ বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিস্থল – চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ প্রাঙ্গনে।