Bcs preliminary preparation Bangladesh Affair

☞ ৭ জন মুক্তিযোদ্ধাকে বীরশ্রেষ্ঠ ঘোষণা করা হয় – ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর।

☞ বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হোন – মুন্সী আব্দুর রউফ।

☞ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের জন্ম – ফরিদপুরে (১৯৪৩ সালে)।

☞ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কর্মরত ছিলেন – ই.পি. আর- এ (ল্যান্স নায়েক পদে)।

☞ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ যুদ্ধ করেছেন – ১ নং সেক্টরে।

bcs preparation

☞ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ শহীদ হোন – ৮ এপ্রিল, ১৯৭১।

☞ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধি – রাঙামাটি জেলার নানিয়ার চরে।

☞ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামালের জন্ম – ভোলা জেলায়।

Bcs preliminary preparation

☞ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল কর্মরত ছিলেন – সেনাবাহিনীতে (সিপাহী পদে)।

☞ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল যুদ্ধ করেছেন – ২ নং সেক্টরে।

☞ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল শহীদ হোন – ১৮ এপ্রিল, ১৯৭১।

☞ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামালের সমাধি – ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়া গ্রামে।

☞ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্ম – নড়াইলে (১৯৩৬ সালে)।

☞ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কর্মরত ছিলেন – ই.পি.আর – এ (ল্যান্সনায়ক পদে)।

☞ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ যুদ্ধ করেছেন – ৮ নং সেক্টরে।

☞ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ শহীদ হোন – ৫ সেপ্টেম্বর, ১৯৭১।

☞ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধি – যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে।

☞ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্ম – ঢাকা জেলায় (১৯৪১ সালে)।

☞ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কর্মরত ছিলেন – বিমানবাহিনীতে (ফ্লাইট লেফটেন্যান্ট পদে)।

☞ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান শহীদ হোন – ২০ আগস্ট, ১৯৭১।

☞ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের সমাধিস্থল ছিল – পাকিস্তানের করাচির মৌরিপুর মাশরুর ঘাঁটিতে।

☞ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে এনে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে পুনরায় দাফন করা হয় – ২০০৬ সালে।

☞ বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্তদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন – সিপাহী হামিদুর রহমান।

☞ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের জন্ম – ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোরদা খালিশপুর গ্রামে (১৯৫৩ সালে)।

☞ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান কর্মরত ছিলেন – সেনাবাহিনীতে (সিপাহী পদে)।

☞ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান যুদ্ধ করেছেন – ৪ নং সেক্টরে।

☞ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান শহীদ হোন – ২৮ অক্টোবর, ১৯৭১।

☞ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের সমাধিস্থল ছিল – ভারতের ত্রিপুরা রাজ্যের হাতিমেতছড়া গ্রামে।

☞ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের দেহাবশেষ ভারত থেকে এনে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে পুনরায় দাফন করা হয় – ২০০৭ সালে।

☞ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জন্ম – নোয়াখালিতে (১৯৩৫ সালে)।

☞ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কর্মরত ছিলেন – নৌবাহিনীতে (স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার পদে)।

☞ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন যুদ্ধ করেছেন – ২ নং ও ১০ নং সেক্টরে।

☞ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন শহীদ হোন – ১০ ডিসেম্বর, ১৯৭১।

☞ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধি – খুলনার রূপসা উপজেলার বাগমারা গ্রামে (রূপসা নদীর তীরে)।

☞ বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ শহীদ হোন – ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।

☞ বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম – বরিশালে।

☞ বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কর্মরত ছিলেন – সেনাবাহিনীতে (ক্যাপ্টেন পদে)।

☞ বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর যুদ্ধ করেছেন – ৭ নং সেক্টরে।

☞ বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর শহীদ হোন – ১৪ ডিসেম্বর, ১৯৭১।

☞ বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিস্থল – চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ প্রাঙ্গনে।

About মোঃজয়নাল আবদীন

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন, আমি আজ আপনাদের সামনে আরো একটি গুরুত্বপূর্ণ কিছু নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদঃ জয়নাল আবদীন । আমি আমার এই ওয়েবসাইটের মাধ্যমে বিসিএস এর সকল প্রকার বিষয় ভিত্তিক লেকচার দেওয়ার চেষ্টা করব। তাছাড়াও আপনি এখানে বিভিন্ন প্রকার পিডিএফ আকারে বই পাবেন। যেগুলো যে কোনো চাকরির পরীক্ষা, কিংবা পাবলিক পরীক্ষার জন্য অনেক কাজে আসবে। আমি একটা কথাই জানি সেটা হচ্ছে কোন জাতীয় শিক্ষা ছাড়া। তাই আমার মূল প্রতিপাদ্য বিষয় জ্ঞানই শক্তি ।আসুন সবাই জ্ঞান অর্জন করি এবং এর সাথে সহযোগিতা করি ।

Leave a Reply