বিখ্যাত প্রণালীসমূহঃ মনে রাখার শর্ট টেকনিক :----------
১.পক- (ভারত শ্রীলঙ্কাকাকে পোক দিলো)
ভারত হতে শ্রীলঙ্কা পৃথক ।
.
২. বেরিং- (আমেরিকা হতে এশিয়াতে
আসা বোরিং) আমেরিকা হতে এশিয়া পৃথক
।
.
৩.জিব্রাল্টার- (মরক্কো ও স্পেনে জেব্রা
পাওয়া যায়) মরক্কো (আফ্রিকা) হতে স্পেন
(ইউরোপ) পৃথক।
.
৪.ফ্লোরিডা- (ফ্লোরিডা কিবা?)
ফ্লোরিডা হতে
কিউবা পৃথক ।
.
৫.মালাক্কা- ( সুমিত্রা মালির মেয়ে)
সুমিত্রা হতে
মালয়েশিয়া পৃথক
।
৬.হরমুজ- (আমিরাতের ইরানী তরমুজ খায়)
আরব
আমিরাত ও ইরানের মধ্যে
অবস্থিত।
.
৭.বাব-এল-মান্দেব- ( লোহা এখন আরবে )
লোহিত
সাগর ও আরব সাগরে অবস্থিত।
.
৮.ডোভার- (UK ও FRANCE এর মাঝে ডোবা
আছে)
যুক্তরাজ্য হতে ফ্রান্স পৃথক।৯.বসফোরাস- (ইউরেশিয়া) ইউরোপ হতে
এশিয়া
পৃথক।
.
১০.পানামাখাল- (উত্তর দক্ষিণ আমেরিকায়
পান
খাওয়া নিষেধ) উত্তর আমেরিকা হতে
দক্ষিণ
আমেরিকা পৃথক। যে সকল দেশের মূদ্রার নাম “ডলার” সেগুলা মনে রাখার উপায়ঃ
#টেকনিক_1 (গনী মাঝির জামাই HSC পাশ করে BBA পড়তে আস্ট্রেলিয়া গেল)
★গ- গায়ান
★নি- নিউজিল্যান্ড
★মা- মার্কিন যুক্তরাষ্ট্র
★ঝি- জিম্বাবুয়ে
★জা-জামাইকা
★H- হংক
★S- সিংগাপুর
★C- কানাডা
★B- বেলিজ
★B- ব্রুনাই
★A- এন্টিগুয়া অস্ট্রেলিয়া ও বারমুডা
★গেল-গ্রানাডা।
-
মধ্যপ্রাচ্যের দেশসমূহ মনে রাখার সহজ কৌশল.....
#টেকনিক_2 [ সুমি তুই আজ ওই বাম সিলিকা রকুলে ]
★সু – সুদান/সৌদিআরব
★মি – মিশর
★তু – তুরস্ক/তিউনিসিয়া
★ই – ইরাক/ইসরাইল
★আ – আলজেরিয়া, আরব আমিরাত
★জ – জর্ডান
★ও – ওমান
★ই – ইরান/ইয়েমেন
★বা – বাহরাইন
★ম – মরক্কো
★সি – সিরিয়া
★লি – লিবিয়া
★কা – কাতার
★কু – কুয়েত
★লে – লেবানন
-
ভারতের ছিটমহল গুলো (১১১টি) বাংলদেশের যে সকল জেলায় অবস্থিত ছিল
#টেকনিক_3 (কুলাপনী/ অথবা “লাল’নীল’পাচ’কুড়ি”
★কু—কুড়িগ্রাম (১২টি)
★লা — লালমনিরহাট (৫৯টি)
★প —পঞ্চগড় (৩৬টি)
★নী — নীলফামারী (৪টি)
-
পারমাণবিক সাবমেরিন আছেঃ ৬টি
#টেকনিক_4 (UNR BF CI)(উনার BF চাই)
★UN=যুক্তরাষ্ট্র
★R=রাশিয়া
★B=ব্রিটেন
★F=ফ্রান্স
★C = চীন
★I=ভারত
-
বাংলাদেশে সর্বমোট নিরক্ষর মুক্ত জেলা-৭টি।
(প্রথম নিরক্ষর মুক্ত জেলা-মাগুরা)
#টেকনিক_5
(সিরাজ_চুমা_লাগা)
★১। সি – সিরাজগন্জ (৭ম, ১০ মে ২০০৩)
★২। রা -রাজশাহী
★৩। জ – জয়পুরহাট
★৪। চু – চুয়াডাঙ্গা
★৫। মা- মাগুরা (১ম)
★৬। লা – লালমনিরহাট
★৭। গা – গাজীপুর ♦GCC ভুক্ত দেশগুলোঃ উপসাগরীয় সহযোগিতা পরিষদ।
#টেকনিক_6[“ওমা সৌদি বেয়াইন আমারে কাতুকুতু”দেয়।]
★ওমা= ওমান
★সৌদি = সৌদি আরব
★বেয়াইন = বাহরাইন
★আমারে = সংযুক্ত আরব আমিরাত
★কাতু = কুয়েত
★কুতু = কাতার
-
♦দূরপ্রাচ্যের দেশগুলোঃ
#টেকনিক_7[চীনতা কর মফিজ]
★চীন = চীন
★তা = তাইওয়ান
★কর= কোরিয়া (উত্তর/ দক্ষিন)
★ম = মঙ্গোলিয়া
★ফি = ফিলিপাইন
★জ = জাপান
-
♦OPEC ভুক্ত দেশগুলোঃ
#টেকনিক_8 [ইরান, ইরাকের, ইক্ষু, আম, আলু ও
লেবুতে ভেজাল নাই। সৌদি, আমারে, কাতু’কুতু দেয়।]
★এখানেঃ ইরান, ইরাক, ইকুয়েডর, অ্যঙ্গোলা,
আলজেরিয়া, লিবিয়া, ভেনেজুয়েলা, নাইজেরিয়া,
সৌদি আরব, সংযুক্ত আরব
আমিরাত, কাতার, কুয়েত।
-
♦CIRDAP এর অন্তর্ভুক্ত দেশগুলোঃ
#টেকনিক_9 [ NIPAI MTV FILM BS ] [(নিপা’ই MTV FILM BS(ভালোবাসে)]
★N-Nepal,
★I-Iran,
★P-Pakistan,
★A-Afganistan,
★I-India.
★M-Malaysia,
★T-Thailand,
★V-Vietnam,
★F-Filipine,
★I-Indonesia,
★L-Laos,
★M-Mayanmar,
★B-Bangladesh,
★S-Srilanka,
-
♦পারস্য উপসাগরীয় দেশ- GCC+ ইরাক, ইরান। আরব উপদ্বীপ- GCC+ ইয়েমেন। পূর্ব এশিয়ার দেশগুলোঃ
#টেকনিক_10 [ তাজাকোচি।]
★তা = তাইওয়ান
★জা = জাপান
★কো = কোরিয়া (উত্তর, দক্ষিণ)
★চি = চীন
-
♦দূরপ্রাচ্যের দেশগুলোঃ
#টেকনিক_11 [তাজাকোচিফিম।]
★তা = তাইওয়ান
★জা = জাপান
★কো = কোরিয়া (উত্তর, দক্ষিণ)
★চি = চীন
★ফি = ফিলিপাইন
★ম = মঙ্গোলিয়া
-
♦SUPER SEVEN দেশঃ
#টেকনিক_12 [ “ থামাই সিতাদহ”]
★থা = থাইল্যান্ড
★মা = মালেয়েশিয়া
★ই = ইন্দনেশিয়া
★সি = সিঙ্গাপুর
★তা = তাইওয়ান
★দ = দক্ষিণ কোরিয়া
★হ = হংকং
-
♦FOUR IMAGINE TIGERS দেশঃ
#টেকনিক_13 [“ সিতাদহ ”]
★সি = সিঙ্গাপুর
★তা = তাইওয়ান
★দ = দক্ষিণ কোরিয়া
★হ = হংকং
-
♦7 SISTERS: ভারতের ৭টি অঙ্গরাজ্য।
#টেকনিক_14 ঃ [“ আমি অমেত্রি মনা ”]
★আ = আসাম ( গোয়াহাটি )
★মি = মিজরাম ( আইজল )
★অ = অরুনাচল ( ইন্দিরাগিরি )
★মে = মেঘালয় ( শিলং )
★ত্রি = ত্রিপুরা ( আগরতলা )
★ম = মনিপুর ( ইম্ফল )
★না = নাগাল্যান্ড ( কোহিমা )
(বিঃ দ্রঃ – বন্ধনির ভিতর সংশ্লিষ্ট প্রদেশের রাজধানি)
-
♦স্কেন্ডেনেভিয়ান রাষ্ট্র ৫ টিঃ
#টেকনিক_15 [“ফিডে আসুন“]
★ফি = ফিনল্যান্ড
★ডে = ডেনমার্ক
★আ =আইসল্যান্ড
★সু = সুইডেন
★ন = নরওয়ে
-
♦বাল্টিক রাষ্ট্র ৩ টিঃ
#টেকনিক_16 “ALL”
★A = এস্তনিয়া
★L = লাটভিয়া
★L =লিথুনিয়া
♦D-8 ভুক্ত দেশঃ #টেকনিক_17 ঃ [“ মা বাপ নাই তুমিই” সব]
★মা =মালেয়েশিয়া
★বা =বাংলাদেশ
★পা =পাকিস্তান
★না =নাইজেরিয়া
★ই =ইরান
★তু =তুরস্ক
★মি =মিশর
★ই =ইন্দনেশিয়া ASEAN ভুক্ত ১০টি দেশঃ
#টেকনিক_18 [ “ MTV এর FILM দেখলে BCS হবেনা ”]
★M =মালেয়েশিয়া ( কুয়ালালামপুর )
★T = থাইল্যান্ড( ব্যাংকক )
★V = ভিয়েতনাম ( হ্যানয় )
★F = ফিলিপাইন ( ম্যানিলা )
★I = ইন্দোনেশিয়া ( জাকার্তা )
★L = লাওস ( ভিয়েন তিয়েন )
★M = মায়ানমার ( নাইপিদ )
★B = ব্রুনাই ( বন্দর সেরি বেগাওয়ান )
★C = কম্বোডিয়া( নমপেন )
★S = সিঙ্গাপুর ( সিঙ্গাপুর সিটি )
( বিঃ দ্রঃ – বন্ধনির ভিতর সংশ্লিষ্ট দেশের রাজধানি ) বিভিন্ন (Golden Crescent)
-
♦মাদক উৎপাদক অঞ্চল।
#টেকনিক_19″আপাই’’
আ=আফগানিস্থান ,
পা= পাকিস্থান ,
ই=ইরান
-
♦(Golden Ways)
মাদক চোরাচালানের জন্য বিখ্যাত ৩টি দেশ।“
#টেকনিক_20 “নেভাবা”
নে= নেপাল ,
ভা= ভারত ,
বা= বাংলাদেশ
-
♦(Golden Triangle)
মাদকের জমজমাট আসর ৩টি দেশ।“
#টেকনিক_21″মাথাল”
মা= মায়ানমার
থা=থাইল্যন্ড
ল= লাওস
“”Golden Village”””
বাংলাদেশের কুষ্টিয়া জেলার ২৬টি গাজা
উৎপাদনকারী অঞ্চল.. ♦বিজ্ঞানীদের মধ্যে কার পর কে এসেছে
#টেকনিক_22 (SPAA)(স্পা পানির নাম মনে রাখলে হবে)
S=Socretice (সক্রেটিস)
P=Pleto (প্লেটো)
A=Aristritol (এরিস্টটল) A=Alekgender(আলেকজান্ডার) ♦মোগল সম্রাটদের মধ্যে কার পরে কে এসেছে
#টেকনিক_23(বাবার-হয়েছিল-একবার-জ্বর-সাড়িল,ঔষধে)
বাবার=বাবর।
হয়েছিল=হুমায়ুন।
একবার= আকবর।
জ্বর= জাহাঙ্গীর।
সাড়িল= শাহাজাহান।
ঔষধ= আওরঙ্গজেব।
-
♦যে সব রাষ্ট্রের আইন সভার নাম “কংগ্রেস”-
#টেকনিক_24
(কলি BBA পড়তে নেপাল থেকে চীনে চলিয়া গেল।)
★ক-কলম্বিয়া
★লি-লিবিয়া
★B-ব্রাজিল
★B-বলিভিয়া
★A-আমেরিকা
★নেপাল-নেপাল
★চীনে-চীন
★চলিয়া-চিলি
-
★★বিদেশি শব্দ মনে রাখার অসাধারণ টেকনিকঃ
#টেকনিক_25
জাপানি শব্দঃ
“[জাপানিরা জুডো, কম্ফু, কারাতে খেলে হারিকেনসহ রিক্সায় করে হাসনাহেনা ফুল নিয়ে প্যাগোডায় যায়, সুনামির ভয়ে সামপানে চড়ে হারিকিরি করে “]
(জাপানি শব্দঃ জুডো, কম্ফু, কারাতে, হারিকেন, রিক্সা, হাসনাহেনা,
প্যাগোডা, সুনামি,সামপান, হারিকিরি )
#টেকনিক_26
গুজরাটি শব্দঃ
[” গুজরাটিরা হরতাল এর দিন কোন জয়ন্তী হলে
খদ্দর পরে “]
(গুজরাটি শব্দঃ হরতাল,জয়ন্তী, খদ্দর পরে।)
#টেকনিক_27
[” এক তুর্কি উজবুক দারোগা তোপের বসে তার
কুলি ও চাকরকে মুচলেকা দিয়ে বলল যদি জঙ্গলে
গিয়ে চাকু ও কাচি দিয়ে লাশ কাটতে পার তবে
আমার বাবুর্চি তোমাদের চকমক কোর্মা রেধে খাওয়াবে”]
(তুর্কি শব্দঃ উজবুক, দারোগা, তোপ, কুলি, চাকর, মুচলেকা, জঙ্গল, চাকু, কাচি, লাশ, বাবুর্চি, চকমক, কোর্মা ।)
#টেকনিক_28
[” ফরাসি বুর্জোয়ারা আঁতাত করলেও কুপন ছাড়া ফিরিঙ্গির মত কার্তুজ নিয়ে রেস্তোরা, ক্যাফে ডিপোতে প্রবেশ করে না “]
(ফরাসি শব্দঃ বুর্জোয়া, আঁতাত, কুপন, ফিরিঙ্গি, কার্তুজ, রেস্তোরা, ক্যাফে, ডিপো)
#টেকনিক_29
[” ওলন্দাজরা হরতন রুইতন ইস্কাপন ও টেক্কাদিয়ে তাসে তুরুপ মারে “]
(ওলন্দাজ শব্দঃ হরতন, রুইতন, ইস্কাপন, ও টেক্কা,তাস, তুরুপ।
-
♦মৌলিক রঙ মনে রাখার কৌশল:
#টেকনিক_30 (আসল)
★অা = আসমানী(নীল)
★স = সবুজ
★ল = লাল #টেকনিক_31
#মুক্তিযুদ্ধের সেক্টর সমূহ
সংক্ষেপে মনে রাখার জন্য :--- (শর্ট টেকনিক) ১) এজির – এক নম্বর সেক্টর, জিয়াউর
রহমান, রফিকুল ইসলাম
২) মটুখাহা – দুইনম্বর, খালেদ মোশাররফ,
হায়দার
৩) সতিনু – সফিউল্লাহ, তিন নম্বর সেক্টর,
নুরুজ্জামান
৪) সিচা – সি আর দত্ত, চার নম্বর সেক্টর
৫) পাঁচশত – পাঁচ নম্বর সেক্টর, মেজর
শওকত
৬) বাছ – উইং কমান্ডার বাশার, ছয় নম্বর
সেক্টর
৭) সাতানু – সাত নম্বর সেক্টর,
কাজী নুরুজ্জামান
৮) ও-আটমন – ওসমান, আটনম্বর সেক্টর,
মনসুর
৯) জনম – জলিল, নয় নম্বর সেক্টর, মঞ্জুর
১০) H2O – নৌবাহিনী দ্বারা চালিত, ১০
নম্বর সেক্টর
১১) এগারহাতা – এগার নম্বর সেক্টর,
হামিদুল্লাহ, কর্ণেল তাহের #টেকনিক_32
#একনজরে টেকনিকে বিখ্যাত প্রণালীসমূহঃ
(প্রনালী থেকে প্রায় পরিক্ষায় ১টি প্রশ্ন থাকে। যারা পোষ্ট'টি দিতে অনুরোধ করেছেন তারা শেয়ার করে রাখুন)
.
১.পক- (ভারত শ্রীলঙ্কাকাকে পোক দিলো) ভারত হতে শ্রীলঙ্কা পৃথক ।
.
২. বেরিং- (আমেরিকা হতে এশিয়াতে আসা বোরিং) আমেরিকা হতে এশিয়া পৃথক
.
৩.জিব্রাল্টার- (মরক্কো ও স্পেনে জেব্রা পাওয়া যায়) মরক্কো (আফ্রিকা) হতে স্পেন (ইউরোপ) পৃথক।
.
৪.ফ্লোরিডা- (ফ্লোরিডা কিবা?)
ফ্লোরিডা হতে কিউবা পৃথক ।
.
৫.মালাক্কা- ( সুমিত্রা মালির মেয়ে)
সুমিত্রা হতে মালয়েশিয়া পৃথক
.
৬.হরমুজ- (আমিরাতের ইরানী তরমুজ খায়) আরব আমিরাত ও ইরানের মধ্যে অবস্থিত।
.
৭.বাব-এল-মান্দেব- ( লোহা এখন আরবে ) লোহিত সাগর ও আরব সাগরে অবস্থিত।
.
৮.ডোভার- (UK ও FRANCE এর মাঝে ডোবা আছে) যুক্তরাজ্য হতে ফ্রান্স পৃথক।
.
৯.বসফোরাস- (ইউরেশিয়া) ইউরোপ হতে এশিয়া পৃথক।
.
১০.পানামাখাল- (উত্তর দক্ষিণ আমেরিকায় পান খাওয়া নিষেধ) উত্তর আমেরিকা হতে দক্ষিণ আমেরিকা পৃথক। #টেকনিক_33
জেলার নামে নদী তিনটি
"পফভ" = পটুয়াখালী, ফেনী&ভোলা #টেকনিক_34
দেশের বাইরে শহীদ মিনার
"টোকাও"=টোকিও, কানাডা & ওমান #টেকনিক_35
জাতিসংঘের ৬ টি ভাষা
"আফা চাই স্প্যানিশ রুটি "
আ-আরবি,
ফা-ফারসি,
চা-চীনা,
ই-ইংরেজি,
স্প্যানিশ- স্প্যনিশ,
রুটি-রুশ
এর মধ্যে যদি "রুচী(রুশ ও চীনা)" কে বাদ
দেওয়া হয় তবে বাকি ৪টি ইন্টারপোলের
ভাষা। #টেকনিক_36
কাজী নজরুলের সৃষ্টিকর্ম মনে
রাখার কৌশল
**উপন্যাস মনে রাখার শর্ট টেকনিক:
“কুহেলিকা মৃত্যুক্ষুধায় বাধনহারা হয়ে গেল”
**টেকনিক ব্যাখ্যা:
১) কুহেলিকা
২) মৃত্যুক্ষুধা
৩) বাধনহারা
**নাটক মনে রাখার শর্ট টেকনিক
“আলেয়া তাঁর পুতুলের বিয়েতে
ঝিলিমিলি রঙের শাড়ি পড়েছে”
**টেকনিক ব্যাখ্যা:
১) আলেয়া
২) পুতুলের বিয়ে
৩) ঝিলিমিলি #টেকনিক_37
পর্যায় সারণির শর্ট টেকনিক:
অপধাতু:
আসেন বিয়াই সবাই গিয়ে টেবিলে বসি
As Bi Sb Ge Te B Si
তরল ধাতু:
ফ্রান্সে বেড়াতে গেলাম হাজীর সাথে
Fr Br Ge Hg Sb
উজ্জল ধাতু:
কানা ম্যাকাইভার আগে এল
Ca Na Mg Ag Al
নরম ধাতু:
পাব না কাকে
Pb Na Ca K #টেকনিক_38
# মীর মশাররফ হোসেনের সৃষ্টিকর্ম #
**প্রহসন মনে রাখার শর্ট টেকনিক :
ভাইয়ে ভাইয়ে ফাঁস কাগজে একি করল ? এর উপায় কি?
**টেকনিক ব্যাখ্যা:
১। ভাই ভাই এই তো চাই ২। একি ৩। এর উপায় কি ৪। ফাঁস কাগজ
**নাটক মনে রাখার শর্ট টেকনিক:
বেটা বসন্ত জমিদার।
**টেকনিক ব্যাখ্যা:
১। বে – বেহুলা গীতাভিনয়
২। টা- টালা অভিনয়
৩। বসন্ত – বসন্ত কুমারী
৪। জমিদার – জমিদার দর্পন
**উপন্যাস মনে রাখার শর্ট টেকনিক:
রত্নাবতী বিষাদসিন্ধুর পানে তাকিয়ে থাকা উদাসীন পথিকের মনের কথা বুঝতে পেরে বাঁধা খাতাটি গাজী মিয়ার বস্তানীতে রাখলেন।
**টেকনিক ব্যাখ্যা:
১। রত্নাবতী – বাংলা সাহিত্যের মুসলমান রচিত ১ম উপন্যাস
২। বিষাদসিন্ধু
৩। গাজীমিয়ার বস্তানী
৪। বাঁধা খাতা
৫। উদাসীন পথিকের মনের কথা #টেকনিক_39
দ্বিজেন্দ্রলাল রায় রচিত নাটকগুলো মনে রাখার সহজ
উপায়ঃ
♦টেকনিকঃ[কল্কি অবতার ও সিংহল বিজয় দুই ভাই
বঙ্গনারী সাবনূর জাহানের ঘরে পূনর্জন্ম নিলে প্রতাপ
সিংহ ও চন্দ্রগুপ্ত দূর্গাদাস এর প্রায়চিত্তে আনন্দের
বিদায় ঘটে"] ★কল্কি অবতার
★সিংহল বিজয়
★বঙ্গনারী
★সাজাহান
★নূরজাহান
★পূনর্জন্ম
★প্রতাপ সিংহ
★চন্দ্রগুপ্ত
★দূর্গাদাস
★প্রায়চিত্ত
★আনন্দ বিদায়
[অথবা *প্রতাপ সিংহের নেতৃত্তে*বঙ্গনারীর
২সন্তান*সাজাহান ও*নূরজাহান*কল্কি অবতার
ও*"চন্দ্রগুপ্ত*দূর্গাদাসকে"পরাজিত
করলে*প্রায়চিত্তের*পুনর্জন্ম হয় ফলে*আনন্দের বিদায়
ঘটে] #টেকনিক_40
♦শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্পগুলো সহজে মনে
রাখার উপায়ঃ
♦[টেকনিক- বিলাসীর মেজদিদি বিন্দুর দুই ছেলে
মহেশ ও পরেশ আর এক মেয়ে সতী , মন্দিরের ছবি নিয়ে
মামলার ফলে তারা আজ নিঃশ্ব।] ★গল্পঃ
★বিলাসী
★মেজদিদি
★বিন্দুর ছেলে
★মহেশ
★পরেশ,
★সতী
★মন্দির
★ছবি
★মামলার ফল #টেকনিক_41
<< জসীম উদদীনের সৃষ্টিকর্ম মনে রাখার কৌশল >> কাব্যগ্রন্থসমূহ মনে রাখার শর্ট টেকনিক:
“রাখালীদের বালুর চরের ধানক্ষেতে মা জননী হাসুকে নিয়ে সুচয়নী জলের লেখায় সজন বাদিয়ার ঘাটে
হলুদবরণ নকশিকাথা বিছিয়ে গল্প করছেন।”
টেকনিক ব্যাখ্যা:
১) রাখালী ২) বালুর চর ৩) ধানক্ষেত ৪) মা যে জননী কাঁন্দে ৫) হাসু
৬) সুচয়নী ৭) জলের লেখায় ৮) সজন বাদিয়ার ঘাট ৯) হলুদবরণ ১০) নকশি কাঁথা
বিকল্প টেকনিক
হলুদ বরণীর দেশে হাসু ডালিমকুমার, সখিনা ও সূচয়নী ভয়াবহ সেই দিনগুলোতে একপয়সার বাঁশি
বাজিয়ে ধানক্ষেতের বালুচরে মাটির তৈরি কবর জলে লেখা নকশীকাঁথার কাফন মুড়িয়ে
সোজন বাদিয়ার ঘাটে এসে রাখালির মা যে জননী রঙ্গিলা নায়ের মাঝির জন্য কাঁদতে লাগল। #টেকনিক_42
টেকনিকে শিখি নির্মলেন্দু গুন এর কাব্যগ্রন্থঃ
টেকনিকঃরক্ত আর ফুলগুলি যেন কবিতা অমীমাংসিত রদমনী,নানা প্রেমিক না বিপ্লবী,প্রেমাংশুর রক্ত চাই,তার আগে চাই সমাজতন্ত্র,এবং বলতে শুনি দূর-হ-দুঃশাসন। #টেকনিক_43
♦টেকনিকে শিখুন পর্যায়ক্রমিক পাল বংশ-
→[ MAPS ]
★বংশ--------প্রতিষ্ঠাতা
M-মৌর্য বংশ--চন্দ্রগুপ্ত মৌর্য
A-আর্য বংশ--ঋকভেদ
P-পাল বংশ--গোপাল
S-সেন বংশ--সামন্ত সেন #টেকনিক_44
টেকনিকে নিতুন কুন্ডের ভাষ্কর্যগুলোঃ
→[ বাংলাদেশের নিতুল সার্কসফরে সাবাস পেয়েছেন ]
*নিতুল→নিতুল কুন্ড,
*সার্ক→সার্ক ফোয়ারা।
*সাবাস→সাবাশ বাংলাদেশ #টেকনিক_45
পদার্থ বিজ্ঞান এ কিছু শর্ট টেকনিক:
১.ধন থমসন ক্রিয়া মনে রাখার উপায়:
(আন্টি রুপার দোস্ত কপিল ক্যাডার)
আন্টি---অ্যান্টিমনি।
রুপার---রুপা।
দোস্ত---দস্তা।
কপিল--কপার।
ক্যাডার---ক্যাডমিয়াম।
২.ঋণ থমসন ক্রিয়া মনে রাখার উপায়::
(লোহার পাটি কবে নিবি)
লোহার--লোহা।
পাটি---প্লাটিনাম।
কবে---কোবাল্ট।
নি-----নিকেল।
বি-----বিসমাথ।
পদার্থ বিজ্ঞান বিভাগ,
রংপুর রেটিনা। #টেকনিক_46
রবীন্দ্রনাথের উপন্যাস মনে রাখার
সর্ট টেকনিক: "গোড়া শেষের কবিতার চার অধ্যায়
লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের
বালিতে পরিণত হল।
এদিকে দুইবোন মালঞ্চ ও
রার্জষিকে ঘরের
বাইরে যোগাযোগ
করে পেলনা বলে বৌ ঠাকুররানীর
হাটে খুঁজতে গিয়ে নৌকাডুবি হল।" ১.গোরা
২.শেষের কবিতা
৩.চার অধ্যায়
৪.চতুরঙ্গ
৫.চোখের বালি
৬.দুই বোন
৭.মালঞ্চ
৮.রার্জষি
৯.ঘরের বাইরে
১০.যোগাযোগ
১১.বৌঠাকুররানীরহাট
১২.নৌকাডুবি #টেকনিক_47
যে সকল বিহারের
অবস্থান নওগাঁয়।
ছন্দ : জগদ্দলের পাহাড়
হলুদ।
জগদ্দলের ~ জগদ্দল
বিহার
পাহাড় ~ পাহাড়পুর
বিহার
হলুদ ~ হলুদ বিহার #টেকনিক_48
তত্সটম উপসর্গ বিশটি তা সকলেই জানি।তবে বেশির ভাগ সময়ই ভুল করে ফেলি আমরা।মনে রাখার শর্ট টেকনিক- অনুকে অভি ও অপি বললো দুর্ভাগোর বিষয় যে ,সুজনদের পরিবারের বিষয় সম্পতি সমা গ্রহন করে নি।(অনু ,অভি, অপি ,দু ,সু ,পরি, বি ,সমা ,নি)। (বি দ্র যদি আপনাদের উপকারে আসে আর আগ্রহী হোন তবে বাকি গুলো পোষট করবো।) #টেকনিক_49
বেগম রোকেয়ার প্রবন্ধ ও উপন্যাস গুলো মনে রাখার শর্ট টেকনিক @@ বেগম রোকেয়ার পদ্মরাগ উপন্যাসে অবরোধবাসিনী ডেলিসিয়া হত্যা হওয়ায় মতিচূর ও সুলতানার সপ্ন ভেঙ্গে যায়। @পদ্মরাগ উপন্যাস বাকি
সবগুলো প্রবন্ধ। #টেকনিক_50
ব্যাকটেরিয়াজনিত
(টাককু গনি মিআ যদি ধোকা খায়) টা=টাইফয়েড
ক=কলেরা
কু=কুষ্ঠ
গ=গনোরিয়া
নি=নিউমোনিয়া(ফুসফুস)
মি=মেনিনজাইটিস
আ=আমাশয়
য=যক্ষা
দি=ডিপথেরিয়া(গলা)
ধো=ধুনষ্টংকার
কা=কাশি/হুপিং #টেকনিক_51
# মীর মশাররফ হোসেনের সৃষ্টিকর্ম #
**প্রহসন মনে রাখার শর্ট টেকনিক :
ভাইয়ে ভাইয়ে ফাঁস কাগজে একি করল ? এর উপায়
কি?
**টেকনিক ব্যাখ্যা:
১। ভাই ভাই এই তো চাই ২। একি ৩। এর উপায় কি ৪।
ফাঁস কাগজ
**নাটক মনে রাখার শর্ট টেকনিক:
বেটা বসন্ত জমিদার।
**টেকনিক ব্যাখ্যা:
১। বে – বেহুলা গীতাভিনয়
২। টা- টালা অভিনয়
৩। বসন্ত – বসন্ত কুমারী
৪। জমিদার – জমিদার দর্পন
**উপন্যাস মনে রাখার শর্ট টেকনিক:
রত্নাবতী বিষাদসিন্ধুর পানে তাকিয়ে থাকা উদাসীন
পথিকের মনের কথা বুঝতে পেরে বাঁধা খাতাটি
গাজী মিয়ার বস্তানীতে রাখলেন।
**টেকনিক ব্যাখ্যা:
১। রত্নাবতী – বাংলা সাহিত্যের মুসলমান রচিত ১ম
উপন্যাস
২। বিষাদসিন্ধু
৩। গাজীমিয়ার বস্তানী
৪। বাঁধা খাতা
৫। উদাসীন পথিকের মনের কথা #টেকনিক_52
**Fe (আয়রন) এর আকরিক সমূহের নাম
মনে রাখার টেকনিক :: "মাগো, লিসারে ফিরে পেতে চাই "
মাগো = ম্যাগনেটাইট
লি = লিমোনাইট
সা = সাইডেরাইট
রে = রেড হিমাটাইট
ফিরে = Fe (এই
আকরিকগুলো যে আয়রনের
সেটা মনে রাখার জন্য)
পেতে = পাইরাইটস #টেকনিক_53
দীনবন্ধু মিত্র রচিত নাটক ও প্রহসন সহজে মনে রাখার শর্ট টেকনিক
-
নাটক ও প্রহসনঃ নবীন জামাই কমল সধবার একাদশীতে লীলাবতীকেনিয়ে নীলদর্পণ নাটক দেখলে এক বুড়ো তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়।
-
প্রহসনঃ বিয়ে পাগলা বুড়ো, সধবার একাদশী।
-
নাটক – জামাই বারিক, লীলাবতী, নবীন তপস্বিনী, কমলে কাহিনী, নীল দর্পণ। #টেকনিক_53
***কোনটা প্রাইমারী স্ট্যান্ডার্ড
পদার্থ আর কোনটা সেকেন্ডারী
স্ট্যান্ডার্ড পদার্থ তা নিয়ে প্যাঁচ
লাগে?
আসুন টেকনিকটা দেখে নিই:: "যেসব যৌগে C বর্ণ আছে তারা
সবাই প্রাইমারী স্ট্যান্ডার্ড
পদার্থ" হোক সেটা কার্বন (C)
হোক সেটা ক্রোমিয়াম (Cr)
হোক সেটা ক্লোরিন (Cl) ।
C বর্ণ থাকলেই
সেটা প্রাইমারী স্ট্যান্ডার্ড
পদার্থ ।
যেমন-Na2CO3, H2C2O4.2H2O,
K2Cr2O7,
Na2C2O4.2H2O. *******ব্যতিক্রম - HCl . অর্থাত্ এ যৌগে C
বর্ণ থাকা সত্বেও এটি প্রাইমারী
স্ট্যান্ডার্ড পদার্থ নয়। এটি
সেকেন্ডারী স্ট্যান্ডার্ড পদার্থ..... **যেসব যৌগে C বর্ণ নেই তারা
সেকেন্ডারী স্ট্যান্ডার্ড পদার্থ ।
যেমন-NaOH, H2SO4, KMnO4,
Na2S2O3.5H2O #টেকনিক_54
ঘাস ফড়িং এর লালা রসে থাকে(আক্কাস)।
আ ক্কা স
/ | \
অ্যামাইলেজ কাইটিনেজ সেলুলোজ #টেকনিক_55
ইউরো মুদ্রার দেশ
এই অবেলা আপনে ফ্রাই গ্রীল খাচ্ছেন কেন?
ফিজা প খান স্পেন যান।
এস্তোনিয়া+ইতালি+অস্ট্রিয়া+বেলজিয়াম
+লাটভিয়া+আয়ারল্যান্ড+পর্তুগাল+নেদারল
্যান্ড+ফ্রান্স+ইতালি+গ্রীস+লুক্সেমবার্গ
+ফিনল্যন্ড+জার্মানী+স্পেন... #টেকনিক_56
__গনিত_শর্টকাটঃ
ঘড়ির কাটা ও মিনিটের কাটার মধ্যেবর্তী কোন নির্ণয়ের জন্য শুধু ১টি শর্ট টেকনিক জেনে রাখুনঃ
# টেকনিকঃ
(11*M - 60*H) ÷ 2
.
এখানে,
M= প্রশ্নে উল্লেখিত মিনিট
H= প্রশ্নে উল্লেখিত ঘন্টা
(দ্রষ্টব্যঃকোনের মান (-)মাইনাস হলে (-) মাইনাস বাদ দিতে হবে এবং কোন কোনের মান ১৮০° এর উপরে হলে তা ৩৬০° হতে বিয়োগ করলে কোনের মান পাওয়া যাবে।)
.
# মনেরাখুনঃ
★ঘড়ির ২টি ঘন্টার দাগের মধ্যেবর্তী কোন=৩০°
★ঘড়ির কেন্দ্রে উৎপন্ন কোন=৬০°
.
# উদাহরনঃ২ টা ১৫ মিনিটের সময় ঘন্টার কাটা ও মিনিটের কাটায় কত ডিগ্রি কোন উৎপন্ন করে?
(১১তমবিসিএস)
.
# সমাধানঃমধ্যেবর্তী_কোন =
(11*M - 60*H)÷2
=(11*15 - 60*2)÷2
=(165 - 120)÷2
=45÷2
=22 ²/¹(ডিগ্রি) (উত্তর) #টেকনিক_57
টেকনিকে শিখি যৌগিক শব্দঃ
টেকনিকঃ মধুর পড়ুয়া গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে দৌহিত্রকে নিয়ে চিকামারাতে গেলেন। #টেকনিক_58
ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন নিয়ে কার না ঝামেলা হয় । এগুলো কে আবিষ্কার করছেন । মুখস্ত করলেও উল্টা-পাল্টা হয়ে যায় । এই একটা লাইন মনে রাখলে আপনি জীবনেও ভুলবেন না ।
টেকনিক: ইট পরে নিচে ।
এবার আসুন মিলিয়ে নেই
ই= ইলেকট্রন
ট= টমসন
প= প্রোটন
রে= রাদারফোর্ড
নি= নিউট্রন
চে= চেডউইক #টেকনিক_59
>>কৃষিতে উন্নত জাত<< #ধান
-> ব্রিশাইল, ইরাটম, সোনার বাংলা, হরি, চান্দিনা, মালা। #শর্টটেকনিক
"হরির সোনার বাংলায়
ব্রিশাইল ইরাটম ধানে ভরা গোলা
আরো আছে চান্দিনা মালা।" #গম
-> আকবর, বরকত, কাঞ্চন, সোনালিকা, দোয়েল, বলাকা, আনন্দ। #শর্টটেকনিক
"আকবর বরকত ও কাঞ্চন
সোনালিকে নিয়ে
গম খেতে খেতে
আনন্দে দোয়েল ও বলাকা পাখি ধরতে গেল।" #টেকনিক_60
যে সকল বিহারের অবস্থান কুমিল্লায়।
ছন্দ : ময়নামতি
শালবনে অানন্দ করে
ভোজ খায়।
ময়নামতি ~ ময়নামতি
বিহার
শালবনে ~ শালবন
বিহার
অানন্দ ~ অানন্দ বিহার
ভোজ ~ ভোজ বিহার #টেকনিক_61
জাতিসংঘের যে সকল
সংস্থার সদর দপ্তর জেনেভায়।
ছন্দ : যে সকল সংস্থা W
দ্বারা শুরু এবং O
দ্বারো শেষ।
WTO, WHO, WMO, WIPO #টেকনিক_62
বিভিন্ন দেশের মুদ্রা মনে রাখার শর্ট টেকনিক— ১) “পাউন্ড”
টেকনিক- যুক্তরাজ্যে সিসা মিলে।
যুক্তরাজ্য- যুক্তরাজ্য
সি- সিরিয়া
সা- সাইপ্রাস
মি- মিশর
লে- লেবানন ২) “শিলিং”
টেকনিক- সোমবারে কেউ তাস খেলে?
সোম- সোমালিয়া
কে- কেনিয়া
উ- উগান্ডা
তাস- তাঞ্জানিয়া ৩) “ক্রোনার”
টেকনিক- ডেনমার্কে আসুন।
ডেনমার্ক- ডেনমার্ক
আ- আইসল্যান্ড
সু- সুইডেন
ন- নরওয়ে ৪) “লিরা”
টেকনিক- তোর বেটি?
তোর- তুরস্ক
বেটি- ভ্যাটিকান ৫) “দিনার”
টেকনিক- আকুতি, বাহ!
আ- আলজেরিয়া
কু- কুয়েত
তি- তিউনিশিয়া #টেকনিক_63
আবদু্ল্লাহ আল মুতী সাহিত্যাকর্ম শর্ট টেকনিক :
আবদুল্লাহ এসো বিজ্ঞানের রাজ্যে, জানা-অজানার দেশে রহস্যের শেষ নেই; অবাক পৃথিবীতে বিপন্ন পরিবেশে কিট পতঙ্গে দ্বারা বিচিত্র জগত পূর্ণ।আবিষ্কারের নেশায় তুমি মেঘ, বৃষ্টি, রোদ উপেক্ষা করে নতুন দিগন্ত উন্মেচিত কর।
# এসো বিজ্ঞানের রাজ্যে
বিজ্ঞান জিঞ্জাসা
জানা অজানার দেশে
রহস্যের শেষ নেই
সাগরের রহস্যপুরী
অবাক পৃথিবী
বিপন্ন পরিবেশ
কিট পতঙ্গের বিচিত্র জগত
আয় বৃষ্টি ঝেপে
মেঘ,বৃষ্টি রোদ
আবিষ্কারের নেশায়
নতুন দিগন্ত #টেকনিক_64
টেকনিকে রসায়ন বিজ্ঞানঃ
.
টেকনিকে উপধাতু/অপধাতুঃ
টেকনিকঃ
জি_বেয়াই_আসতেছি
_সাবধানে_বসেনঃ
জি→Ge (জার্মেনিয়াম)
বেয়াই→Bi (বিসমাথ)
আস→As (আর্সেনিক)
তে→Te (টেলুরিয়াম)
সি→Si (সিলিকন)
সাবধানে→Sb (এ্যান্টিমনি)
বসেন→B (বোরন)
.
টেকনিকে উজ্জ্বল ধাতুসমুহঃ
টেকনিকঃ
কানা ম্যাকগাইভার আগে এলো।
ব্যাখ্যাঃ
কা→Ca (ক্যালসিয়াম)
না→Na (সোডিয়াম)
মেকগাইভার→Mg (মেগনেসিয়াম)
আগে→Ag (সিলভার)
এলো→Al (অ্যালুমিনিয়াম) #টেকনিক_65
ভাইরাচ জনিত রোগ এর নাম জন্তিজ হইা এই পোলি রানির বর্সন্ত
জন্তি= জন্তুিজ
জ= জলাতম্কা
হইা= ইনফুলেনজা
এই= এইড
পোলি= পোলিং
রানির= রানি খেত
বর্সন্ত=বর্সন্ত #টেকনিক_66
বাংলায় বিভিন্ন পর্যটকদের আগমন:
মরক্কোর ইবনে ফখর এবং চীনের ফা.হি চন্দ্র , হিউ হর্ষ ও মা.হু গিয়াস প্রাচীন বাংলায় এসেছিলেন।
ব্যক্তি==দেশ== যার শাসন আমলে এসেছে
১.ইবনে বতুতা=== মরক্কো===ফখরুদ্দিন মোবারক শাহ
২.ফা-হিয়েন ====চীন===২য় চন্দ্রগুপ্ত
৩. হিউয়েন সাং ==== চীন ===হর্ষবর্ধন
৪.মাহুয়ান===চীন== গিয়াসউদ্দিন আযম শাহ
৫.মেহে স্থিনিস ==গ্রীস ====চন্দ্রগুপ্ত #টেকনিক_67
১২ জোড়া করোটিক স্নায়ুর নাম
ক্রমানুসারে মনে রাখার সহজ ছন্দঃ #টেকনিক:::"অলস অপু এখন ট্রাকে, তাই আবদুল ফয়সাল অদিত গাল
ভরে শুধু হাসে "
ব্যাখ্যা::::
#অলস - অলফ্যাক্টরি
#অপু - অপটিক
#এখন - অকুলোমোটর
#ট্রাকে - ট্রকলিয়ার
#তাই - ট্রাইজেমিনাল
#আব্দুল - অ্যাবডুসেন্স
#ফয়সাল - ফ্যাসিয়াল
#অদিত - অডিটরি
#গাল - গ্লসোফ্যরিঞ্জিয়াল
#ভরে - ভেগাস
#শুধু - স্পাইনাল অ্যাকসেসরি
#হাসে - হাইপোগ্লসাল #টেকনিক_68
মনে রাখার সহজ পদ্ধতি:
সৌর জগতের গ্রহ গুলোর নাম টেকনিক: Work For Education &Touch The SUN.
এখন মিলিয়ে নিন (ছোট থেকে বড় ক্রমিক অনুসারে সাজানো হয়েছে)
W=বুধ,
F=শুক্র,
E=পৃথিবী,
T=মঙ্গল,
T=বৃহস্পতি,
S=শনি,
U=ইউরেনাস,
N=নেপচুন। #টেকনিক_69
আল-মাহমুদের সাহিত্যকর্মের টেকনিক
বখতিয়ারের ঘোড়ায় চড়ে,
খঁজেছি তোকে লোক-লোকান্তরে।
কালের কলস কাধে নিয়ে,
গিয়েছি আমি পাখির কাছে ফুলের
কাছে,শুধু তোকে ভালবাসি বলে।
সোনালি কাবিন করবো বলে,
নোলক কিনেছি পান কৌড়ির রক্ত
দিয়ে।কাবিলের বোন, আগুনের মেয়ে তুমি।উপমহাদেশে থাক তা আমি জানি।
এতটা ডাহুকী মেয়ে হবে তুমি,
তা আগে কখনো ভাবিনি আমি।
#কাব্যগ্রন্থ : ঘোড়া,
লোক-লোকান্তর, পাখির কাছে
ফুলের কাছে, সোনালি কাবিন,
কালের কলস।
#কবিতা: নোলক
#উপন্যাস: কাবিলের বোন,আগুনের
মেয়ে,উপমহাদেশ, ডাহুকী। #টেকনিক_70
নিউটনের ওজন ও বলে, ওয়াটের ক্ষমতায়/জুলের কাজ,শক্তি ও তাপ বৃদ্ধি পায়
#ব্যাখ্যা::::
ওজন ও বলের একক নিউটন( N)
ক্ষমতার একক ওয়াট( w)
কাজ ও শক্তির একক জুল/সেকেন্ড
এবং তাপের এস আই একক জুল( j) #টেকনিক_71
#গণ জাতীয় মহিলা :শাহ মো.শিরীন #ব্যাখা::::
দেশের ১ম মহিলা স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী
জাতীয় সংসদের ১ম স্পিকার:মোহাম্মদ উল্ল্যাহ
গণপরিষদেরর ১ম স্পিকার::: শাহ আব্দুল হামিদ
¤জহির রায়হানের উপন্যস সমূহ মনে রাখার শর্ট টেকনিক;
হাজার বছর ধরে শেষ বিকেলের মেয়ের জন্য বরফ গলা নদীর পাশে আর কতদিন অপেক্ষা করব । নাকি আরেক ফাল্গুনের সূর্য গ্রহণে তৃষ্ণার্ত কয়েকটি মৃত্য দেখবো । #টেকনিক_73
#টেকনিকে ফররুখ আহমেদের কাব্যগ্রন্থঃ
#ছন্দঃ১
(সাত সাগরের মাঝি সিরাজুম মুনীরা মুহূর্তের মধ্যেই নৌফেল ও হাতেম তাইয়ের জন্য পাখির বাসা বানালো।)
========অথবা=======
#ছন্দঃ২
(সাত সাগরের মাঝি নৌফেল ও হাতেম ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কবিতা মূহুর্তের কবিতা বলতে পারায়, সিরাজুম মুনীরা তাদেরকে পাখির বাসা উপহার দিলো।)
========অথবা=======
#ছন্দঃ৩
(হাতেম তায়ী এক সিরাজুম মুনিরা যিনি সাত সাগরের মাঝি হয়ে মুহূর্তের কবিতা রচনা করেন।)
========অথবা=======
#ছন্দঃ৪
( দরিয়ার শেষ রাত্রিতে লাশ দেখে হাতেমতায়ীর সেনাপতি নৌফেল ও হাতেমকে সংগে নিয়ে সাত সাগর পার হয়ে রাজকন্যা সিরাজুম মুনিরাকে উদ্ধার করেছিলেন।)
________
#ব্যাখ্যাঃ
#সাত সাগরের মাঝি
#দরিয়া
#শেষরাত্রি
#লাশ
#সিরাজুম মুনিরা
#মুহুর্তের কবিতা
#হাতেম তায়ী
#নৌফেল_ও_হাতেম
#পাখির বাসা। .
(বিঃদ্রঃ দরিয়া, শেষরাত্রি, লাশ সাত সাগিরের মাঝি কাব্যের অন্তরগত) #টেকনিক_74
#টেকনিকে_আবদুল্লাহ_আল_মুতী এর বিজ্ঞান বিষয়ক গ্রন্থগুলোঃ
.
#ছন্দঃ(অবাক পৃথবীর রহস্যের শেষ নেই, বিজ্ঞান ও মানুষের জানা অজানার দেশে সাগরের রহস্যেপুরী আবিষ্কারের নেশায় মত্ত এ যুগের বিজ্ঞান। তাইতো বলি এসো বিজ্ঞানের রাজ্যে।)
.
#ব্যাখ্যাঃ
#অবাক পৃথিবী
#রহস্যের শেষ নেই
#বিজ্ঞান ও মানুষে
#জানা অজানার দেশে
#সাগরের রহস্যেপুরী
#আবিষ্কারের নেশায় মত্ত
#এ যুগের বিজ্ঞান।
#এসো বিজ্ঞানের রাজ্যে। #টেকনিক_75
কায়কোবাদকে.....
# কাব্য :[অমিয়ের সাথে কুসুমের
আর দহরম মহরম নেই বিরহ
চলছে। তাই সে মহাশ্মশানের
শিব মন্দিরে অশ্রুমালা বিসর্জন
দিল]
★অমিয়ধারা
★কুসুমকানন
★মহরম শরীফ
★বিরহ বিলাপ
★শিব মন্দির
★অশ্রুমালা
★মহাকাব্য
★মহাশ্মশান-বাংল
া সাহিত্যের মুসলমান কতৃক রচিত
প্রথম মহাকাব্য #টেকনিক_76
#রংপুরের_শস্য_মনে রাখার_শর্ট_টেকনিকঃ টেকনিকঃ রংপুরে #গম_পাতা ভাল জন্মে। ব্যাখ্যাঃ গম, পা-=পাট, তা=তামাক। #মিষ্টি_আলুর_জাত_মনে_রাখার_কৌশলঃ
টেকনিকঃ #দৌলতপুরী #কমলা খেলে #তৃপ্তি পাই।
ব্যাখ্যাঃদৌলতপুরী, কমলা, তৃপ্তি। #ভূট্রার_জাত_মনে_রাখার_কৌশলঃ
টেকনিকঃ তমা'র বিয়েতে #মোহরানা হিসেবে #শুভ্র #বর্ণের #ভূট্রার #খই দেওয়া হলো।
ব্যাখ্যাঃ মোহরানা=মোহর , শুভ্র= শুভ্র,
বর্ণের= বর্ণালী, খই=খই। #টেকনিক_77
বাংলা সাহিত্যের নাটক ও প্রহসন সহজে মনে রাখার শর্টকাট টেকনিক…।
দীনবন্ধু মিত্র
▬▬▬▬▬▬
নাটক ও প্রহসনঃ নবীন জামাই কমল সধবার একাদশীতে লীলাবতীকে নিয়ে নীলদর্পণ নাটক দেখলে এক বুড়ো তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়।
প্রহসনঃ বিয়ে পাগলা বুড়ো, সধবার একাদশী
নাটক – জামাই বারিক
লীলাবতী
নবীন তপস্বিনী
কমলে কাহিনী
নীল দর্পণ
নীল দর্পণ – ঢাকা থেকে প্রকাশিত ১ম গ্রন্থ। মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পন নাটকটিকে ইংরেজীতে অনুবাদ করেন ১৮৬১ সালে। নাটকটি দেখতে এসে ঈশ্বরচন্দ্রবিদ্যাসাগর মঞ্চে জুতা ছুড়ে মেরেছিলেন
*গিরিশচন্দ্র ঘোষ
▬▬▬▬▬▬
ঐতিহাসিক ও পৌরণিক নাটক
ছত্রপতি শিবাজীর মী-সি-লে রাবন পান্ডবকে বধ করে অ -জানা বনবাসে সীতাকে হরণ করলেন
ছত্রপতি শিবাজী
মী – মীরজাফর
সি –সিরাজদ্দৌলা
লে- লক্ষণবধ
-রাবনবধ
-পান্ডব গৌরব
-অভিমন্যু বধ ও সীতা হরণ – পৌরণিক
-জনা
*দ্বিজেন্দ্রলাল রায়
▬▬▬▬▬▬
নাটকঃ ক –সি সাবনূর প্রায় এক ঘরে জন্ম নিলে প্রতাপ চন্দ্র দাসের আনন্দের পতন ঘটে
ক – কল্কি অবতার
সি –সিংহল বিজয়
সাবনুর – বঙ্গনারী
সা – সাজাহান
নূর -নূরজাহান
প্রায় – প্রায়চিত্ত
জন্ম – পূনর্জন্ম
প্রতাপ -প্রতাপ সিংহ
চন্দ্র –চন্দ্রগুপ্ত
দাস –দূর্গাদাস
আনন্দ – আনন্দ বিদায়
*শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
▬▬▬▬▬▬
গল্প
বিলাসীর মেজদিদি বিন্দুর দুই ছেলে মহেশ ও পরেশ আর এক মেয়ে সতী, মন্দিরের জমি নিয়ে মামলার ফলে তারা আজ কপর্দকশূন্য
গল্পঃ ছবি, বিলাসী, পরেশ, সতী, মহেশ, মন্দির, মামলার ফল, বিন্দুর ছেলে, মেজদিদি
উপন্যাসঃ
অরক্ষনীয় গৃহের ছবি দেখে কাশীনাথ শ্রীকান্তকে বললেন “চরিত্রহীন দেবদাস পশুর সমান”
চ – চরিত্রহীন
দেব- দেবদাস, দেনাপাওনা
দাস – বিপ্রদাশ
প-পরিনীতা
শু- পন্ডিত মশাই
র- পথের দাবী
স- পল্লী সমাজ
মা- রামের সুমতি
ন –চন্দ্রনাথ
* ইসমাইল হোসেন
▬▬▬▬▬▬
উপন্যাস,কাব্য ও মহাকাব্য
রানুর ফিতা
উপন্যাসঃ
রা – রায় নন্দিনী
নুর -নুর উদ্দিন
ফি – ফিরোজা বেগম
তা – তারাবাঈ
কাব্য ও মহাকাব্য
নব-উদ্দীপনা উচ্ছাসে অনল প্রবাহে তুরস্কে ভ্রমন করে স্পেন বিজয় করল
কাব্যঃ
নবউদ্দীপনা
উচ্ছ্বাস
অনল প্রবাহ
ভ্রমণ কাহিনীঃ তুরস্ক ভ্রমন
মহাকাব্যঃ স্পেন বিজয়
* ফররুখ আহমদ
▬▬▬▬▬▬
কাব্যঃ
সাত সাগরের মাঝি সিরাজুম মুনীরা মুহূর্তের মধ্যেই নৌফেল ও হাতেম তাই এর জন্য পাখির বাসা বানাল
সাত সাগরের মাঝি
সিরাজুম মুনীরা
মুহূর্তের কবিতা
হাতেম তাই
নৌফেল ও হাতেম
পাখির বাসা
দরিয়া, শেষ রাত্রি, লাশ – সাত সাগরের মাঝি কাব্যের অন্তর্গত
*নবীন চন্দ্র সেন
▬▬▬▬▬▬
পলাশীর যুদ্ধ এবং কুরুক্ষেত্রে যুদ্ধের দুই সৈনিক রৈবতক আর প্রভাস যুদ্ধ না করে অবকাশ রঞ্জিনী পালন করছিল
পলাশীর যুদ্ধ – গাঁথাকাব্য
কুরুক্ষেত্র, রৈবতক, প্রভাস – ত্রয়ী মহাকাব্য
অবকাশ রঞ্জিনী- কাব্য
*মুনীর চৌধুরীর
▬▬▬▬▬▬
মুখরা রমনীর শয়নকক্ষে রুপার কৌটায় রাখা দন্ডকারন্যের রক্তাক্ত প্রান্তরে কবরে শায়িত এক যোদ্ধার চিঠির বিষয়ে ঘরের কেউ কিছু বলতে পারেনা।
অনুবাদ নাটক
মুখরা রমনী বশীকরন
রুপার কৌটা
কেউ কিছু বলতে পারেনা
নাটকঃ
রক্তাক্ত প্রান্তর
চিঠি
দন্ডকারন্য
কবর
*জসীম উদ্দীন
▬▬▬▬▬▬
নাটকঃ
পদ্মা পাড়ের বেদের মেয়ে মধুমালার সাথে অন্য গ্রামের মেয়ে এক পল্লীবধূর বন্ধুত্ব সবার মুখে মুখে
পদ্মাপাড়
বেদের মেয়ে
মধুমালা
পল্লীবধূ
গ্রামের মেয়ে
উপন্যাস:
বোবা কাহিনী
কাব্যঃ
হলুদ বরনীর দেশে হাসু , ডালিম কুমার, সখিনা ও সূচয়নী ভয়াবহ সেই দিনগুলোতে এক পয়সার বাশি বাজিয়ে ধানক্ষেতের বালুচরে মাটির তৈরী কবর জলে লেখা নকশী কাথারকাফন মুড়িয়ে সোজন বাদিয়ার ঘাটে এসে রাখালীর মা পল্লী জননী রঙ্গিলা নায়ের মাঝির জন্য কাঁদতে লাগল
হলুদ বরনী, জলে লেখন
হাসু , নকশী কাথার মাঠ
ডালিম কুমার, কাফনের মিছিল
সখিনা , সোজন বাদিয়ার ঘাঁট
সূচয়নী , রাখালীর মা
ভয়াবহ সেই দিনগুলোতে, রঙ্গিলা নায়ের মাঝি
এক পয়সার বাশি, মা যে জননী কাদে
ধানক্ষেত
বালুচর
মাটির কান্না
*জীবনানন্দ দাশ
▬▬▬▬▬▬
সতীর্থ তার জলপাইহাটী নিবাসী বান্ধবী কবিতার কথায় তার ছোট বোন কল্যানীকে মাল্যদান করল
উপন্যাসঃ
জলপাই হাটি
সতীর্থ
কল্যানী
মাল্যদান
প্রবন্ধঃ কবিতার কথা
কাব্যঃ
এই মহাপৃথিবীর মাঝে বেলা অবেলা কালবেলায় সাতটি তারার তিমিরে রুপসী বাংলার মেয়ে বনলতা সেন কুড়িয়ে পাওয়া ঝরা পালকটি ধূসর পান্ডুলিপির ভেতর যত্ন করে রাখল
রুপসী বাংলা
বনলতা সেন
ধূসর পান্ডুলিপি
ঝরাপালক
বেলা অবেলা কালবেলা
সাতটি তারার তিমির
মহা পৃথিবী
*মীর মশাররফ হোসেন
▬▬▬▬▬▬
প্রহসনঃ ভাইয়ে ভাইয়ে ফাঁস কাগজে একি করল ? এর উপায় কি?
ভাই ভাই এই তো চাই
একি
এর উপায় কি
ফাঁস কাগজ
নাটকঃ
বেটা বসন্ত জমিদার
বে – বেহুলা গীতাভিনয়
টা- টালা অভিনয়
বসন্ত – বসন্ত কুমারী
জমিদার – জমিদার দর্পন
উপন্যাস:
রত্নাবতী বিষাদসিন্ধুর পানে তাকিয়ে থাকা উদাসীন পথিকের মনের কথা বুঝতে পেরে বাঁধা খাতাটি গাজী মিয়ার বস্তানীতে রাখলেন।
রত্নাবতী – বাংলা সাহিত্যের মুসলমান রচিত ১ম উপন্যাস
বিষাদসিন্ধু
গাজীমিয়ার বস্তানী
বাঁধা খাতা
উদাসীন পথিকের মনের কথা
* কায়কোবাদ
▬▬▬▬▬▬
কাব্য
অমিয়ের সাথে কুসুমের আর দহরম মহরম নেই বিরহ চলছে। তাই সে মহাশ্মশানের শিব মন্দিরে অশ্রুমালা বিসর্জন দিল
অমিয়ধারা
কুসুমকানন
মহরম শরীফ
বিরহ বিলাপ
শিব মন্দির
অশ্রুমালা
মহাশ্মশানঃ মহাকাব্য
বাংলা সাহিত্যের মুসলমান কতৃক রচিত ১ম মহাকাব্য। মহাশ্মশান ১৯০৩ সালে রচিত হয়। এটি পানি পথের তৃতীয় যুদ্ধ নিয়ে রচিত
বিহারীলাল চক্রবর্তীর- পত্রিকা ও কাব্য মনে রাখার সহজ উপায়
বিহারীলাল চক্রবর্তী-ভোরের পাখি
বিহারীলাল চক্রবর্তী-গীতিকবিতার জনক
বিহারীলাল চক্রবর্তী-রবিঠাকুরের কাব্য গুরু
পত্রিকাঃ
অবোধ বন্ধু বিহারীলাল সাহিত্য সংক্রান্তিতে পূর্নিমার হাত ধরে বসে আছে
অবোধ বন্ধু
সাহিত্য সংক্রান্তি
পূর্নিমা
কাব্যঃ
বংগ সুন্দরী সারদার সংগীতের প্রতি নিসর্গ প্রেম তার স্বপ্ন ও মনে সাধের আসন গেড়ে বসেছে
বংগ সুন্দরী
সারদা মঙ্গল
সংগীত শতক
নিসর্গ সন্দর্শন
প্রেম প্রবাহিনী
স্বপ্ন দর্শন
সাধের আসন
*রবি ঠাকুর
▬▬▬▬▬▬
পোস্টমাস্টার কাবুলিওয়ালা দেনা পাওনার কর্মফলে হৈমন্তির দিদির পত্র রক্ষা করতে পারল না
ছোট গল্প
পোস্টমাস্টার
কাবুলিওয়ালা
দেনা পাওনা
কর্মফল
হৈমন্তি
দিদি
পত্র রক্ষা
দূর আশায় দৃষ্টিদান করে ল্যাবরেটরীর অধ্যাপক তার নষ্টনীড় জীবনের শেষের রাত্রির শেষ কথার সমাপ্তি টেনে স্ত্রীর কাছে পত্র লেখেন
প্রেমের গল্প
ল্যাবরেটরী
অধ্যাপক
নষ্টনীড়
শেষ রাত্রি
সমাপ্তি
স্ত্রীর পত্র
একরাত্রি
দূর আশা
দৃষ্টিদান
*আল –মাহমুদ
▬▬▬▬▬▬
কাব্যঃ
কালের কলসে হারিয়ে যাওয়া লোক-লোকান্তরে প্রচলিত কাহিনী –বখতিয়ারের ঘোড়ায় সোনালী কাবিন চাপিয়ে আল-মাহমুদ এক চক্ষু হরিণ শিকার করেছিলেন
লোক লোকান্তরে
কালের কলস
সোনালী কাবিন
বখতিয়ের ঘোড়া
একচক্ষু হরিণ
উপন্যাস
আগুনের মেয়ে সুন্দর পুরুষকে দেখে তার ডাহুকী রুপ ধারন করেছিল
ডাহুকী
আগুনের মেয়ে
পুরুষ মেয়ে
গল্পঃ পানকৌড়ির রক্ত
#টেকনিক_78
ধন থমসন ক্রিয়া মনে রাখার উপায়:
(আন্টি রুপার দোস্ত কপিল ক্যাডার)
আন্টি---অ্যান্টিমনি।
রুপার---রুপা।
দোস্ত---দস্তা।
কপিল--কপার।
ক্যাডার---ক্যাডমিয়াম। #টেকনিক_79
ঋণ থমসন ক্রিয়া মনে রাখার উপায়::
(লোহার পাটি কবে নিবি)
লোহার--লোহা।
পাটি---প্লাটিনাম।
কবে---কোবাল্ট।
নি-----নিকেল।
বি-----বিসমাথ।
পদার্থ বিজ্ঞান বিভাগ,
রংপুর রেটিনা। #টেকনিক_91
পদ্মার শাখা নদী
#টেকনিক: মধুমতি কুমারী বলে আড়িয়াল খা, ভৈরব ও গড়াই নদীর তীরে গিয়ে মাথায় ইচ্ছা করে পদ্মা পরেছে।
ব্যাখ্যা: ১.মধুমতি; ২.কুমারী=কুমার;৩.আড়িয়াল খা; ৪.ভৈরব; ৫.গড়াই; ৬.মাথায়=মাথাভাঙ্গা; ৭. ইচ্ছা=ইছামতি। #টেকনিক_77
Daniel Defoe এর উপন্যাস
#টেকনিক: Robinson, Captain Roxana কে Colonel বানালেন।
ব্যাখ্যা: 1. Robinson=Robinson Crusoe;
2. Captain=Captain Singleton;
3. Roxana=Roxana:The Fortunate Mistress;
4. Colonel=The History of Colonel Jacque #টেকনিক_81
University Wits টেকনিক
থ্রি থমাস, জন লিলি,
গ্রিন মারলো, জজ পিলি।
ব্যাখ্যা: থ্রি থমাস=1. Thomas Nashe;
2. Thomas Kyd;
3. Thomas Lodge;
4. John Lyly;
5. Green=Robert Green;
6. Marloe=Christopher Marloe; 7.George Peele. #টেকনিক_82
যে সকল দেশের জাতীয় পতাকায় দেশের নাম রয়েছে-
#টেকনিক: নিপা এল।
(নিকা করে এলে তোমাকে প্যারা খেতে হবে)
ব্যাখ্যা: নি-নিকারাগুয়া; পা-প্যারাগুয়ে; এল-এলসালভেদর। #টেকনিক_83
যে সকল দেশগুলোর জাতিসংঘের চাদা দিতে হয়না।
টেকনিক: নাটোকি সংলাপ।
ব্যাখ্যা: না-নাউরু; টো-টোঙ্গা; কি-কিরিবাতি। #টেকনিক_84
সমাজতন্ত্র চালু ৩টি রাষ্ট্র।
টেকনিক: তুমি সমাজের কিবা চিন? উত্তর করিও।
ব্যাখ্যা: কিবা-কিউবা; চিন-চীন; উত্তর করিও-উত্তর কোরিয়া। #টেকনিক_85
ভৈরব নদীর শাখা নদী
টেকনিক: ভরা মৌসুমে কপোতাক্ষয় প্রচুর শিংমাছ পাওয়া যায়।
ব্যাখ্যা: ১, কপোতাক্ষ; ২. পশুর (প্রচুর); ৩. শিবসা (শিংমাছ)। #টেকনিক_86
বাংলা একাডেমি থেকে প্রকাশিত পত্রিকা
টেকনিক: ধান শালিকের দেশে বাংলা একাডেমিকে লেখার উত্তরাধিকার কে দিল?
ব্যাখ্যা: ১. ধান শালিকের দেশ; ২. লেখা;
৩. উত্তরাধিকার।
উল্লেখ্য: বাংলা একাডেমি থেকে মোট ৬ টি পত্রিকা বের হয়, বাকী গুলির সাথে বাংলা একাডেমি নাম উল্লেখ আছে, তাই সেগুলি এখানে আনা হয়নি। #টেকনিক_87
আহসান হাবীবের কাব্যগ্রন্থ গুলো
মনে রাখার কৌশল: "আহসান হাবীব ছায়া হরিণের জন্য দুই হাতে দুই আদিম পাথর রেখে সারা দুপুর থেকে রাত্রি পযর্ন্ত বিদীর্ণ দপর্ণে মুখ রেখে আশায় বসতিতে মেঘ বলে চৈত্র যাব নামক প্রেমের কবিতা লিখলেন"
____
মিলিয়ে নিন :
==========
১.ছায়া হরিণ।
২. দুই হাতে দুই আদিম পাথর।
৩.সারাদুপুর।
৪.রাত্রিশেষ।
৫.বিদীর্ণ দপর্ণে মুখ।
৬.আশায় বসতি।
৭.মেঘ বলে চৈত্রে যাবো।
৮.প্রেমের কবিতা। #টেকনিক_88
FYT=৪৫৬
F= Facebook ২০০৪
Y= youtube. ২০০৫
T= twitter. ২০০৬ #টেকনিক_89
কাজী নজরুল ইসলামের বাজেয়াপ্ত বই সমুহঃ
প্রযুচবিভা
প্র-- প্রলয়শিখা।
যু--যুগবাণী।
চ-- চন্দ্র বিন্দু
বি-- বিষের বাঁশী
ভা-- ভাঙ্গার গান। #টেকনিক_90
শর্ট টেকনিক মান নির্ণয় : মাএ ৩০ সেকেন্ডে উওর দেওয়া সম্ভব।
1) a+b=4 এবং a-b = 2 হলে a^2 +b^2 =?
2) a+b =13, a-b = 3, " a^+b^2 =?..89
3) x+y= 8, x-y= 6, x^2+ y^2=...50
4) x+y = 12, x-y= 2, xy =?.... 35
5) x+y= 5, x-y = 3, xy=?......4
6) x+y= 12, x-y= 8, xy=?.....20
এই রকম অঙ্কে যদি যোগফল ও বিয়োগফল এর মান দেওয়া থাকে তবে ঐ যোগফল ওবিয়োগফল এর মান কে যোগ করে... ২.. দ্বারা ভাগ করলে a/x এর মান পাওয়া
যাবে। আবার যোগফল ও বিয়োগফল এর মান
বিয়োগ করে ২ দ্বারা ভাগ করলে b/y এর
মান পাওয়া যায়। তারপর যার মান বের করতে বলা হবে তার নিচে a/x + b/y মান বসিয়ে যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ, গুণ থাকলে গুণ, করে নিলে উওর পাওয়া যাবে।
উদাহরণ:
১) a+b =4, a-b= 2, a^2+ b^2 =?
তাহলে নিয়ম অনুযায়ী যোগফল ও বিয়োগফলের মান কে + করে ২ দ্বারা ভাগ
4+ 2=6
6÷2 = 3
a/x=3
আবার
a+b=4
4-2=2
3÷2=1
3+1=4 [ a=3, b=1]
বের করতে বলা হয়েছে a^2+ b^2 এর মান।
=3^2 + 1^2
=9+1
=10 ans #টেকনিক_92
কাজ ও সময় সংক্রান্ত গনিত
(৩০ সেকেন্ডে অংক গুলো করে পেলুন মাত্র ৫টি টেকনিকে)
১. কাজ,সময়ও লোক উল্লেখ থাকলে-
১ম লোক( M1) *১ম সময় ( T1) =২য় লোক ( M2) *২য় সময় (T2)
বা,, ২য় সময় = ১ম লোক * ১ম সময়÷ ২য় লোক
যেমন-
প্রশ্নঃ ১০জন লোক একটি কাজ ২০ দিনে করতে পারে। ৮জন লোকের ঐ কাজটি করতে কতদিন লাগবে?
শর্টটেকনিক:
২য় সময় = ১ম লোক * ১ম সময় ÷ ২য় লোক
২য় সময় (D2 ) = ১০*২০÷৮=২৫ দিন।
২. কাজের ক্ষেত্রে পুরুষ= স্ত্রী/ বালক বা স্ত্রী=পুরুষ/বালক এবং ১ম সময় উল্লেখ থাকলে ২য় সময়-
T2=T1÷(৩য় লোকসংখ্যা/ ১ম লোকসংখ্যা+৪র্থ লোকসংখ্যা/ ২য় লোকসংখ্যা।
(এখানে T1 =১ম সময় T2=২য় সময়)
যেমন-
প্রশ্নঃ ২জন পুরুষ বা তিনজন বালক যে কাজ ১৫ দিনে সম্পন্ন করতে পারে, চার জন পুরুষ এবং ৯ জন বালক তার দ্বিগুন কাজ কত দিনে করতে পারে?
শর্টটেকনিক:
T2=১৫÷(৪/২+৯/৩)=৩দিনে
৩. কোন কাজ দুজনে নির্দিষ্ট সময় পৃথকভাবে শেষ করলে একত্রে কাজ করার ক্ষেত্রে-
প্রয়োজনীয় সময়=(১ম সময়(m)*২য় সময়(n))÷(১ম সময়(m)+২য় সময়(n)
যেমন-
প্রশ্নঃ একটি কাজ ক একা ৬ দিনে এবং খ একা ১২ দিনে শেষ করলে ক ও খ একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে?
শর্টটেকনিক:
=১২*৬÷(১২+৬)=৪দিনে
৪. কোন কাজ দুই জনে নির্দিষ্ট সময় একত্রে করতে পারলে একজনের একা কাজটি শেষ করতে-
প্রয়োজনীয় সময়=(১ম সময় (m)*২য় সময়
(n))÷(১ম সময়(m)-২য় সময়(n)
যেমন-
প্রশ্নঃ একটি কাজ ক এবং খ ১২ দিনে এবং ক একা ২০ দিনে শেষ করলে , খ একা কাজটি কত দিনে শেষ করতে পারবে?
শর্টটেকনিক:
=(২০*১২)÷(২০-১২)= ৩০ দিনে
৫. দুই ব্যক্তি কাজ শুরু করার পর একজন চলে গেলে কাজ শেষ হওয়ার সময়,যদি একজনের কাজের সময় অপর জনের দ্বিগুন হয় তবে-
কাজ শেষ হওয়ার সময়=২/৩*(D1+D3)
(এখানে, D1=১ম সময় D1=৩য় সময়)
যেমন-
প্রশ্নঃ ক একটি কাজ ১২দিনে এবং খ ২৪ দিনে করতে পারে।তারা একত্রে কাজ আরম্ভ করে এবং কয়েক দিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে যায়। বাকি কাজটুকু খ ৩ দিনে শেষ করে। কাজটি কত দিনে শেষ হয়েছিল।
শর্টটেকনিক:
=২/৩*(১২+৩) =১০দিনে
প্রতিযোগিতার রাজ্যে অল্প পড়ে অন্যদের চেয়ে অনেক বেশি মনে রাখতে টেকনিকের বিকল্প নেই। তাই এই গুলো ৮/১০বার প্রযএইকটিস করুন। হয়ে যাবে । ত্রিকোনোমিতির অংক করার টেকনিক
#টেকনিক_93
# সুত্র : ১। শীর্ষবিন্দুর উন্নতি কোন 30° হলে উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে টেকনিক মনেরাখুন
উচ্চতা= [পাদদেশ হতে দুরত্ত্ব÷√3]
# উদাহরন : একটি মিনাররের পাদদেশ হতে 20 মিটার দুরের ১টি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোন 30° হলে মিনারের উচ্চতা কত?
# সমাধানঃউচ্চতা =[পাদদেশ হতে দুরত্ত্ব÷√3] =20/√3(উঃ)
#টেকনিক_94
# সুত্র২ : শীর্ষ বিন্দুর উন্নতি কোন 60 হলে উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে টেকনিক মনেরাখুন- উচ্চতা=[পাদদেশ হতে দুরত্ত্ব × √3] .
# উদাহরনঃএকটি তাল গাছের পাদবিন্দু হতে 10 মিটার দুরবর্তী স্থান থেকে গাছের শীর্ষের উন্নতি কোন 60° হলে গাছটির উচ্চতা নির্ন্যয় করুন?
# অথবাঃ সুর্যের উন্নতি কোন 60° হলে একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 10 মিটার হয়। গাছটির উচ্চতা কত?
# সমাধান : উচ্চতা=[পাদদেশ হতে দুরত্ত্ব × √3] =10√3=17.13(উঃ) .
(মুখস্ত রাখুন √3=1.73205) (শুধু মনে রাখুন 30° হলে ভাগ এবং 60° হলে গুন হবে)
#টেকনিক_95
# সুত্র৩ : সম্পুর্ন ভাবে বিচ্ছিন্ন না হয়ে ভুমির সাথে 30 কোন উৎপন্ন হলে ভুমি হতে ভাংগা অংশের উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে- কত উচুতে ভেংগেছিলো= (খুটির মোট দৈর্ঘ্য ÷ 3)
# উদাহরন : একটি 48 মিটার লম্বা খুটি ভেংগে গিয়ে সম্পুর্ন ভাবে বিচ্ছিন্ন না হয়ে ভুমির সাথে 30 কোণ উৎপন্ন করে। খুটিটি কত উচুতে ভেঙ্গেছিলো ? .
# সমাধান : কত উচুতে ভেঙ্গেছিলো = (খুটির মোট দৈর্ঘ্য ÷ 3) =48÷3=16(উঃ)
#টেকনিক_96
# সুত্র 4: সম্পুর্ন ভাবে বিচ্ছিন্ন না হয়ে ভুমির সাথে 30 কোন উৎপন্ন হলে ভূমি হতে ভাংগা অংশের উচ্চতা নির্ন্যেয়ের ক্ষেত্রে-
# শর্ট_টেকনিক : কতউচুতে ভেংগেছিলো= (খুটির মোট দৈর্ঘ্য ÷ 3) .
উদাহরন:
18ফুট উচু একটি খুটি এমন ভাবে ভেংগে গেলো যে ভাংগা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভুমির সাথে 30 কোনে স্পর্শ করলো। খুটিটি মাটি থেকে কতফুট উচুতে ভেংগে গিয়েছলো?
সমাধান:
কত উচুতে ভেংগেছিলো= (খুটির মোট দৈর্ঘ্য ÷ 3) =(18÷3) =6ফুট (উঃ)
#টেকনিক_97
# সুত্রঃ5 যখন মই দেয়ালের সাথে হেলান দিয়ে লাগানো থাকে তখন- *
শর্ট_টেকনিকঃ(মইয়ের উচ্চতা)² = (দেয়ালের উচ্চতা)² + (দেয়ালের দুরত্ব)²
* উদাহরন: একটি 50মিটার লম্বা মই খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে।মইয়ের একপ্রান্তে মাটি হতে 40মিটার উপরে দেয়ালকে স্পর্শ করে মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের লম্ব দুরত্ব কত মিটার? .
#সমাধান: (মইয়ের উচ্চতা)² =(দেয়ালের উচ্চতা)² + (দেয়ালের দুরত্ব)² বা, (দেয়ালের দুরত্ব)² =(মইয়ের উচ্চতা)² – (দেয়ালের উচ্চতা)² বা, দেয়ালের দুরত্ব= √(50)² – √ (40)² =10মিটার (উঃ).
[লক্ষ করুনঃ উপরের এই ৫নং সুত্রের মাধ্যেমেই ‘মইয়ের উচ্চতা’ ‘দেয়ালেরউচ্চতা’ ও ‘দেয়ালের দুরত্ব’ প্রশ্নে যাই বলে সব কয়টি শুধু প্রক্ষান্তর করে ( প্রশ্নানুযায়ী ডান থেকে বামে সরিয়ে) নির্নয় করতে পারবেন।]
#টেকনিক_98
বানরের বাঁশে ওঠা সংক্রান্ত
এই সকল অংক গুলো জানার জন্য শুধু মাত্র ১টি টেকনিক মনে রাখুন। এটাইপের ১টি অংক প্রাইমারীতে থাকে। ভাগ্য ভালো হলে কমন পড়ে যেতে পারে।
যেমনঃ
১. যখন বানর তৈলাক্ত বাশের মাথায় নির্দিষ্ট সময় উঠে এবং নির্দিষ্ট সময়ে নামে তখন-
প্রয়োজনীয় সময়={(মোট দৈর্ঘ্য-নির্দিষ্ট সময় যতটুকু উঠে)÷(নির্দিষ্ট সময় যতটুকু উঠে -)}*২+১
উদাহারনঃ
প্রশ্নঃ একটি বানর ৯২ ফুট উচু একটা তৈলাক্ত বাশ বেয়ে উপরে উঠতে লাগল। বানরটি প্রথম মিনিটে ১২ ফুট ওঠে, কিন্তু দ্বিতীয় মিনিটে ৮ ফুট নেমে যায়। বাশের মাথায় উঠতে বানরটির কত মিনিট সময় লাগে?
শর্টটেকনিক:
প্রয়োজনীয় সময়={(মোট দৈর্ঘ্য-নির্দিষ্ট সময় যতটুকু উঠে)÷(নির্দিষ্ট সময় যতটুকু উঠে -)}*২+১
={(৯২-১২)÷(১২-৮)}*২+১=(৮০/৪)*২+১
=৪১মিনিট (উঃ)
#টেকনিক_99
পিপা ট্যাংক চৌবাচ্চা সংক্রান্ত
মাত্র২টি___গুরুত্বপুর্ণ টেকনিক মনে রাখলেই,,, টেকনিকে এই ধরনের সকল অংক করা সম্ভব।
১. যখন কোন পিপা/ ট্যাংক দুইটি নলের ১টি পানি দ্বারা পূর্নকরণ এবং অপর অপসারণরত থাকে তখন –
পিপা/ ট্যাংক পূর্ণ বা খালি হতে প্রয়োজনীয় সময়=mn÷(m-n)
এখানে, m=২য় নল দ্বারা ব্যয়িত সময়
n= ১ম নল দ্বারা ব্যয়িত সময়
যেমন-
#প্রশ্নঃএকটি চৌবাচ্চা একটি নল দ্বারা ১০ ঘন্টায় পূর্ন হয়। তাতে একটি ছিদ্র থাকায় পূর্ণ হতে ১৫ ঘন্টা লাগে। ছিদ্র দ্বারা চৌবাচ্চাটি খালি হতে কত সময় লাগবে?
শর্টটেকনিক:
(১৫*১০) ÷ (১৫-১০)= ৩০ঘন্টা
২. যখন দুইটি নল দ্বারা চৌবাচ্চা পূর্ণ হয় তখন-
প্রয়োজনীয় সময়= mn÷(m+n)
যেমন-
প্রশ্নঃএকটি চৌবাচচা দুটি নল দ্বারা যথাক্রমে ২০ এবং ৩০ মিনিটে পূর্ণ হয়।দুটি নল এক সংগে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে?
শর্টটেকনিক:
প্রয়োজনীয় সময়= mn÷(m+n)
=৩০*২০÷(৩০+২০)=১২ মিনিট
#টেকনিক_100
নৌকা ও স্রোত সংক্রান্ত গনিত
১. নৌকার বেগ-
V=(স্রোতের অনুকূলে নৌকার বেগ(x)+স্রোতের প্রতিকূলে নৌকার বেগ( y))÷২
যেমন-
প্রশ্নঃ একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় ৮কি . মি. এবং স্রোতের প্রতিকূলে ৪ কিলোমিটার যায়। নৌকার বেগ কত?
শর্টটেকনিক:
V=(স্রোতের অনুকূলে নৌকার বেগ(x)+স্রোতের প্রতিকূলে নৌকার বেগ( y))÷২
=(৮+৪)÷২=৬কি . মি.
২. যখন নৌকাটি নির্দিষ্ট স্থানে গিয়ে আবার পূর্বের স্থানে ফিরে আসে তখন-
পূর্বের স্থানে ফিরে আসার সময় = d{1/(p+q)+1/(p-q)}
এখানে,
d=মোট অতিক্রান্ত দূরত্ব
p=নৌকার বেগ
q=স্রোতের বেগ
উদাহারনঃ প্রশ্নঃ নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ ও ৫কি . মি. । নদী পথে ৪৫ কি.মি. দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে?
———————-
মনে রাখার সহজ টেকনিক
————————————-
বড়ু চণ্ডীদাস রচিত মধ্যযুগের বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ শ্রীকৃষ্ণকীর্তনের ১৩ টি খণ্ডের নাম
(টেকনিক>>> জন্ম তোমার দান। নৌকা ভরা ছাত্র বৃন্দাবনে কালীয়দমনে যায়। যমুনা হার পায় এবং বান-বংশী বিরহ)
এখন মিলিয়ে নিন
***জন্ম খণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, ভার খণ্ড, ছত্র খণ্ড, বৃন্দাবন খণ্ড, কালিয়দমন খণ্ড, যমুনা খণ্ড, হার খণ্ড, বান খণ্ড, বংশী খণ্ড, বিরহ খণ্ড*
চর্যাপদের কবিদের মনে রাখার টেকনিক
————————————–
কারো মতে ২৩জন কারে মতে ২৪জন ।
টেকনিক>>.বিবী শাধ করে আতা কিনে গুডো করে ভাজ করে। মহিদরপা কম্বলাম্বরপার কাছে চাঁদা চাইল।
১৪ জনের নাম আছে এখানে।
এখন মিলিয়ে নিন
বি.>বিরুবাপা
বী> বীণা পা
।
শা>শান্তি পা
ধা> ধাম পা
।
আ > আ>আর্যদেব
তা> তাড়িক পা
।
গু> গুন্ডরী পা
ডো> ডোম্বী পা
।
ভা>ভদ্রপা(ভাদে)
জ> জয়নন্দী
।
মহিদর পা
কম্বলাম্বরপা
।
চা> চাটিপা
দা> দারিক
বাকি ১০ জনের নাম জোড়ায় জোড়ায় মনে রাখেন-
লুইপা- কাহ্নপা,
সবরপা- শরহপা,
ঢেণ্ডনপা- কঙ্কণপা,
ভুসুকুপা- কুক্কুরীপা,
লাড়ীডোম্বীপা- তন্ত্রীপা।
——————————
মাত্রাবৃত্ত ছন্দের কবিতাগুলো মনে রাখার টেকনিকঃ
———————————————————-
টেকনিকঃ “পাঞ্জেরী আঠারো বছর বয়সে সোনার জীবন কবর দিল”
★পাঞ্জেরী- পাজ্ঞেরী
★আঠারো বছর বয়সে-আঠারো বছর বয়স,
★সোনার – সোনার তরী,
★জীবন- জীবন বন্দনা
★কবর- কবর।
(আমার পূর্ব বাংলা – গদ্য ছন্দে রচিত। বাকী সব অক্ষরবৃত্ত)
গিরিশচন্দ্র ঘোষ রচিত নাটক ও পৌরনিক নাটক সহজে মনে রাখার উপায়
ঐতিহাসিক ও পৌরণিক নাটক
ছত্রপতি শিবাজীর মী-সি-লে রাবন পান্ডবকে বধ করে অ -জানা বনবাসে সীতাকে হরণ করলেন
ছত্রপতি শিবাজী
মী – মীরজাফর
সি –সিরাজদ্দৌলা
লে- লক্ষণবধ
-রাবনবধ
-পান্ডব গৌরব
-অভিমন্যু বধ ও সীতা হরণ – পৌরণিক
-জনা
ইসমাইল হোসেন সিরাজীর রচনা মনে রাখার সহজ উপায়
উপন্যাস,কাব্য ও মহাকাব্য
রানুর ফিতা
উপন্যাসঃ
রা – রায় নন্দিনী
নুর-নুর উদ্দিন
ফি- ফিরোজা বেগম
তা – তারাবাঈ
কাব্য ও মহাকাব্য
নব-উদ্দীপনা উচ্ছাসে অনল প্রবাহে তুরস্কে ভ্রমন করে স্পেন বিজয় করল
কাব্যঃ
নবউদ্দীপনা
উচ্ছ্বাস
অনল প্রবাহ
ভ্রমণ কাহিনীঃ তুরস্ক ভ্রমন
মহাকাব্যঃ স্পেন বিজয়
নবীন চন্দ্র সেন এর রচনা সহজে মনে রাখার উপায়
পলাশীর যুদ্ধ এবং কুরুক্ষেত্রে যুদ্ধের দুই সৈনিক রৈবতক আর প্রভাস যুদ্ধ না করে অবকাশ রঞ্জিনী পালন করছিল
পলাশীর যুদ্ধ – গাঁথাকাব্য
কুরুক্ষেত্র, রৈবতক, প্রভাস – ত্রয়ী মহাকাব্য
অবকাশ রঞ্জিনী- কাব্য
মুনীর চৌধুরীর- অনুবাদকৃত নাটক ও স্বরচিত নাটক মনে রাখার সহজ উপায়
মুখরা রমনীর শয়নকক্ষে রুপার কৌটায় রাখা দন্ডকারন্যের রক্তাক্ত প্রান্তরে কবরে শায়িত এক যোদ্ধার চিঠির বিষয়ে ঘরের কেউ কিছু বলতে পারেনা।
অনুবাদ নাটকঃ
মুখরা রমনী বশীকরন
রুপার কৌটা
কেউ কিছু বলতে পারেনা
নাটকঃ
রক্তাক্ত প্রান্তর
চিঠি
দন্ডকারন্য
কবর
আল –মাহমুদের কাব্য, গল্প ও উপন্যাস মনে রাখার সহজ উপায়
কাব্যঃ
কালের কলসে হারিয়ে যাওয়া লোক-লোকান্তরে প্রচলিত কাহিনী –বখতিয়ারের ঘোড়ায় সোনালী কাবিন চাপিয়ে আল-মাহমুদ এক চক্ষু হরিণ শিকার করেছিলেন
লোক লোকান্তরে
কালের কলস
সোনালী কাবিন
বখতিয়ের ঘোড়া
একচক্ষু হরিণ
উপন্যাস
আগুনের মেয়ে সুন্দর পুরুষকে দেখে তার ডাহুকী রুপ ধারন করেছিল
ডাহুকী
আগুনের মেয়ে
পুরুষ মেয়ে
গল্পঃ পানকৌড়ির রক্ত
বাংলা ভাষায় ব্যবহৃত দেশী-বিদেশী শব্দ
দেশী শব্দ
এক গঞ্জের কুড়ি ডাগড় টোপর মাথায় দিয়ে চোঙ্গা হাতে পেটের জ্বালায় চুলা,কুলা,ডাব ও ডিংগা নিয়ে টং এর মাচায় উঠল।
ফারসী শব্দ
চশমার দোকানদার ও কারখানার মেথর রোজার দিনে নামাজ না পড়ায় বেগম বাদশার কাছে নালিশ করলেন।তাই শুনে বাদশা তাদের কে দরবারে ডেকেদস্তখত নিয়ে জানোয়ার ও বদমাশ বলে দোযখে পাঠালেন
গ্রীক শব্দঃ
গ্রীকের সেমাইয়ের দাম বেশী, সুরঙ্গ
বর্মী শব্দ
বর্মীরা লুঙ্গিকে ফুঙ্গি বলে
চীনা শব্দঃ
চীনার চিনির চা লিচুর মত লাগে, সাম্পান।
জাপানী শব্দ
জাপানের রিক্সায় হারিকেন লাগে
ওলন্দাজ শব্দ
ওলন্দাজরা ইস্কাপন, টেককা,তুরুপ, রুইতন, হরতন দিয়ে তাস খেলে
ফরাসী (ফ্রান্স)
গেরেজে কার্তুজের ডিপোতে বুর্জোয়া ইংরেজ ও ওলন্দাজদের রেস্তোরার কুপন আছে
পর্তুগীজ শব্দ
গীর্জার পাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে আনারস,পেঁপে ও পেয়ারা আলপিন ও আলকাতরা রাখলেন।কেরানী দিয়ে কামরা পরিস্কার করে জানালাখুলে দিলেন তারপর পেরেক,ইস্ত্রি, ইস্পাত ও পিস্তল বের করে বালতিতে রেখে বোমা বানালেন।
তুর্কী শব্দ
দারোগা বাহাদুর বাসায় আসবেন। তাই দাদা বাড়ির চাকর খাতুন বেগম কে দিয়ে বাবুর্চি কে খবর পাঠালেন। কুলি,লাংগল
International Affair
